ছদ্মবেশের হাট – জসীম উদ্দীন দেওয়ান

দিনের আশর যায় ফুরিয়ে,
সন্ধ্যা নামে ঝেপে।
কেমনেরে তোর কাটলো জীবন,
দেখছিসনি মন মেপে?
ভবের মায়ায় দিন ফুরায়লি,
আসল নকল চিনলি না।
নকলটারে শক্তে ধরে,
আসল কাছে আনলিনা।
মায়া ভরা এই জগতে, ভিষন ছলের তলেরে,
আপন বলে কে আছে তোর,
ভেবে একবার বলোরে?
কেবা আপন,কেবা কাছের?
সময়টা তোর নিদান মাসের।
সেই মাসে তোর কেবা পাশের,
বন্ধন বাঁধে আপনলয়?
নকল শালায়, ছদ্মবেশে,
মিছে আশার কথা কয়।
মানুষ বোঝে, মানুষ খুঁজে।
মানুষেরে আনবো কাছে।
কোন হাটেতে সেই মানুষেরা?
বসত করছে সবার সেরা,
মনের মতো মনলয়ে?
পাবো কি আর সেই হাটের খোঁজ,
নিজের পোড়া জীবনময়ে?

Leave a Reply