আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবীতে মদনখালীতে মতবিনিময় সভা

আরিফ হোসেনঃ আড়িয়ল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবীতে পঞ্চম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মসিউর রহমান মামুন। ২০১০ সালে বিল আন্দোলনের মুখে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগটি স্থগিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিলবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে পুনরায় আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার আহবান জানান। এসময় তিনি আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ হলে এই এলাকার আর্থ সামাজিক চিত্রের কি কি পরিবর্তন হতে পারে তা তুলে ধরেণ।


বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোমেন তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, এ্যাডভোকেট আতোয়ার রহমান, ইউপি সদস্য রুহুল আমীন সহ আরো বক্তব্য রাখেন আহসান হাবীব রতন, মোঃ বিপ্লব, বাদল, এনামুল হক, রাজা মিয়া, রফিক খান প্রমুখ।

Leave a Reply