ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার বেলা ১২টার দিকে দিঘীরপাড় বাজারের মিষ্টি ও ফার্মেসির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘সুবাস ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে ‘রহমানিয়া আজাদ ফার্মেসিকে’ ১০ হাজার টাকা, ‘ব্রাদার্স ফার্মেসিকে’ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে।
দৈনিক অধিকার
Leave a Reply