মুন্সীগঞ্জে প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা

আজ মঙ্গলবার নানা আয়োজনে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীন দিবস। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মুন্সীগঞ্জ জেলা শাখা ও রির্সোস ইন্টিগেশন সেন্টারের (রিক) আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে “বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় । র‌্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এস এম শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দীপক কুমার রায়, এনডিসি কে এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামানসহ জেলার বিভিন্ন ইউনিয়নের প্রবীণ কামটির সভাপতি-সাধারণ সম্পাদক, সদস্যসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

জনকন্ঠ

Leave a Reply