টঙ্গীবাড়ীতে সন্ত্রাসীদের হামলায় নারীসহ আহত ১০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৈতিক সম্পত্তি দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার দিঘারপাড় ইউনিয়নের মূলচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ইউসুফ মুন্সী (৬৫), বাদশা মুন্সী (৪০), সাজেদা বেগম (৫০), নাছিমা বেগম (৪০), রশিদ মুন্সী (৪২), শিল্পি বেগমসহ (৩৫) অন্তত ১০ জন আহত হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে ইউসুফ মুন্সীর পৈতিক সম্পত্তি সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করতে আসে প্রতিবেশী মামুন বেপারী গং। এ সময় ইউসুফ মুন্সী জমি দখলে বাধা দিলে মামুন বেপারী নেতৃত্বে নূরউদ্দিন খলিফা, এনামুল বেপারী, গিয়াসউদ্দিন খলিফা, বাহউদ্দিন খলিফা, মহিউদ্দিন খলিফাসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ইউসুফ মুন্সীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইউসুফ মুন্সী, বাদশা মুন্সী, সাজেদা বেগম, নাছিমা বেগমকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের দিঘিরপাড় স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ইউসুফ মুন্সী বাদী হয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানায়, মামুন বেপারী ও নূরউদ্দিন খলিফা গংরা এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে তারা জড়িত। মামুন বেপারী গংদের বিরুদ্ধে অন্যের জমি দখল করে মাদকের আঁকড়া তৈরি করে মাদক বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে দিঘিরপার তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযুক্ত মামুনের নামে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক অধিকার

Leave a Reply