রাহমান মনি: জাপানে প্রবাসী বাংলাদেশী প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত বাংলাদেশীয় সংস্কৃতির ধারক ও বাহক সাংস্কৃতিক সংগঠন “উত্তরন বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান” তাদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
১৩ অক্টোবর ২০১৯ রোববার টোকিওর ইতাবাশি সিটির অয়ামা বুনকা কাইকান শো হলে সান্ধ্যকালীন –এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা’র প্রতিনিধি হিসেবে বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ডঃ জিয়াউল আবেদিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,পি,এফ,এস এর প্রতিষ্ঠাতা ইয়োশিনারি কাতসুও ।
পূর্ব রাতে ঘটে যাওয়া জাপানের ইতিহাসে স্মরন কালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন হওয়া স্বত্বেও সর্ব স্তরের প্রবাসীদের অংশ গ্রহন এবং স্বতঃস্ফূর্ততার কমতি ছিলনা। উত্তরণের প্রতি ভালবাসা অটুট থাকায় বৈরী আবহাওয়া বাধা হয়ে দাড়াতে পারেনি।
উত্তরণও দর্শকদের উৎসাহ ও আনন্দে আশাহত করেনি। বিশেষ করে শুরু এবং শেষটাতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় এবং বাংলা দেশীয় সংস্কৃতির উপস্থিতি দর্শকদের মাতিয়ে রাখতে সক্ষম হয়েছে। দর্শকদের অংশ গ্রহন নিশ্চিত করতে এদিন উত্তরণ তাদের প্রথা ভেঙ্গে বিলম্বে অনুষ্ঠান শুরু করে।
বাপ্পা দত্ত , মৌটুসি দত্ত এবং নিয়াজ আহমেদ জুয়েল এর প্যানেল পরিচালনায় অনুষ্ঠানের প্রারম্ভে বিগত এক বছরে বাংলাদেশে প্রয়াত সংগীত শিল্পীদের স্মরণ সহ জাপানে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে নতুন সদস্য/সদস্যাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এবছর চার জন উত্তরণের সদস্য হবার গৌরব অর্জন করেন। তারা হলেন , সফিক , তাহেরা , মনির ও রওনক ।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদ্ভোধনী কোরাস , নাচ , গান ,অভিনয় , আবৃতি ,একাঙ্কিকা ও দলীয় সঙ্গীত দিয়ে ঢেলে সাজানো হয়। কিছু নতুনত্বের সংযোজন দর্শক উপভোগ করেছেন ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরণ ম্যানেজার পাপ্পু , এ,পি,এফ,এস সভানেত্রী ইয়োশিদা মায়ুমি , দুতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন এবং উত্তরণ দলনেতা ববিতা পোদ্দার । উত্তরণ বরাবরই বক্তব্য পর্ব সংক্ষিপ্তকরণে দক্ষতার পরিচয় দিয়ে থাকে। এবার ও তার ব্যাতিক্রম ঘটেনি।
শুভেচ্ছা বক্তব্যে ডঃ জিয়াউল আবেদিন জাপানের মতো দেশে ৩১ বছর ধরে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে নিরলস ভুমিকা রাখার জন্য উত্তরণের ভূয়সী প্রশংসা করে বলেন, জাপানে বাংলাদেশ এবং বাংলাদেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য দুতাবাস প্রবাসী বাংলাদেশীদের সাথে একযোগে কাজ করে যাবে।
এছাড়াও ডঃ জিয়াউল আবেদিন রাষ্ট্রদূত এর শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান ।
উল্লেখ্য আগামী ২২ অক্টোবর ২০১৯ জাপানের নতুন সম্রাট নারুহিতো’র অভিষেক কে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এর জাপান সফর উপলক্ষে রাষ্ট্রদূতের ব্যস্ততার জন্য, শত ইচ্ছা থাকা সত্বেও উত্তরণ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে না পারার কারনে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
উত্তরণে বেশ কিছু প্রতিভাবান শিশু শিল্পী রয়েছে। ইতোমধ্যে তারা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তবে , শিশুদের প্রতিভা প্রদর্শন বাছাইয়ে শিশুতোষ বিষয়ে, বিশেষ করে গানের কথায় শিশুবান্ধব হলে অভিভাবকদের সাথে দর্শক সাড়িতে বসা শিশু এবং দর্শক শ্রোতারা যথাযথ উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস ।
দীর্ঘদিন পর এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরণ ছোট্ট আকারে নাটক অর্থাৎ একাঙ্কিকা উপহার দিতে পেরেছে। তবে , ‘ব্লক’ একাঙ্কিকাটি থেকে সমকালীন কোন ম্যাসেজ পাওয়া যায়নি। বেশ হালকা ও চটুল ডায়লগ দর্শকদের অনেকেই গ্রহন করতে পারেনি ।
তবে প্রাক্তন লিডার নাজিম ও নতুন মুখ মনির অভিনীত একাঙ্কিকা ‘বা-কা’ ছিল উপভোগ্য ।
নতুন সদস্যা তাহেরা পরিবেশিত ‘ধিকো ধিকো, রুমির কণ্ঠে ‘তুমি রোজ বিকেলে, নাজিমের কণ্ঠে ‘দিলনা দিলনা’গান গুলো দর্শক শ্রোতাদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। উপভোগ্য ছিল তিন কন্যা পরিবেশিত ‘বাংলা দেশের মেয়ে’।
যেরোম, বাচ্চু , রতন এবং ছুটি’র গান বরাবরের মতো যে ভালো, তা আর বলার অপেক্ষা রাখেনা ।
৩১ বছর বয়সী একটি সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’ বেশ সুনামের সাথে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রতিবছরই শেষটাতে কেন যেনো তাড়াহুড়া পড়ে যায়। ফুল দেয়া-নেয়ার সময় কেমন যেনো একটা হযবরল অবস্থার সৃষ্টি হয় । এ বিষয়ে একটা নীতিমালা তৈরি করা যেতে পারে ।
ফুল দিয়ে অভিনন্দন জানানোয় আগ্রহীদের একটা তালিকা তৈরি করে সেই অনুযায়ী ফুলেল অভিনন্দন নেয়া যেতে পারে । এই ব্যাপারে কিছু সময় বরাদ্দ করা যেতে পারে। সব শেষে ফুল সমেত একটি গ্রুপ ছবি ভবিতষৎ-এ আর্কাইভ হিসেবে কাজে যে লাগবেনা একথা বলা যায় না।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক এ প্রকাশিত
Leave a Reply