টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে বিএনপির একাধিক নেতা-কর্মীর স্থান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হত্যা, চাঁদাবাজি মামলার আসামি রাজিব শেখ। এ ছাড়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন বিএনপি নেতা ওহাব শেখ।
বুধবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন ওয়ার্ড কমিটি ঘোষণার পরে হতে ওই কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ত্যাগী নেতা-কর্মীরা ঠাঁই না পাওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়া রাজিব শেখ উপজেলার চাঠাতিপাড়া গ্রামের মৃত হুমায়ূন শেখের ছেলে।
তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা এবং মুন্সীগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলা রয়েছে। কিছুদিন আগে ওই চাঁদাবাজি মামলায় রাজিব শেখ ১৫ দিন জেল খেটে বের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে মদ খাওয়া এবং জুয়া খেলার একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে ঠাঁই পাওয়া ৩নং ওয়ার্ডের মনোনীত রাজিব শেখ, ৭নং ওয়ার্ডের মনোনীত ওহাব শেখ গত জাতীয় সংসদ নির্বাচনেও আমাদের সঙ্গে বিএনপির নির্বাচন করেছে।
এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ১নং কার্যকরী সদস্য টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিলন চেয়ারম্যান জানান, আমি ১৯৬৮ সাল হতে আওয়ামী লীগ করি। পাঁচগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে ঠাঁই দেয়ায় আমরা হতাশ হয়েছি।
এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ হোসেন ঢালী জানান, অভিযুক্তরা আগের আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল না। তারা আমাদের সঙ্গে এমনিতেই আওয়ামী লীগ করত।
তিনি আরও জানান, সিদ্ধান্ত তো আমি একা নেইনি। আমার সঙ্গে অন্য নেতা-কর্মীরা মিলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুগান্তর
Leave a Reply