মুন্সীগঞ্জে জেলা পুলিশের পক্ষে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে গণশপথ পাঠ কর্মসূচি পালন করেছে তরুণরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এই কর্মসূচি পালন করে তরুণরা।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষে ‘যে মুখে মা বলি সে মুখে মাদক কে না বলি’, ‘ধূমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই, আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই’, ‘জীবন একটাই, তাকে ভালোবাসুন, মাদকের থেকে দূরে থাকুন’ এরকম আরও বিভিন্ন স্লোগান সম্বলিত লিফলেট প্রচার করে তরুণরা। কর্মসূচিতে গণশপথ পাঠ করান জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘মাদক একটি অভিশাপ। মাদক মানুষের অতীব মূল্যবান জীবন তিলে তিলে ধ্বংস করে দেয়। নীরব ঘাতকের মতো মাদকাসক্তি প্রসার লাভ করছে আমাদের সমাজে। মাদকাসক্তি কর্মশক্তির বড় একটি অংশ গ্রাস করছে প্রতিনিয়ত। নষ্ট হচ্ছে যুবসমাজের সম্ভাবনাময় শক্তি। মাদকের ফলে জাতি হাঁটছে অন্ধকারের দিকে, মৃত্যুর দিকে হাঁটছে নৈতিক মূল্যবোধ। তাই সমাজ ও জাতির স্বার্থে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত।
কর্মসূচিতে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা অংশ নেন।
দৈনিক অধিকার
Leave a Reply