গজারিয়ায় সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ‘আধিপত্য বিস্তার নিয়ে’ দুদলের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ বলে পুলিশ জানিয়েছে।

শনিবার ইমামপুরের ষোলআনি গ্রামে শাহ আলম মেম্বার, রায়হান এবং সবুজ দেওয়ান গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ।

ওসি বলেন, গুলিবিদ্ধরা হলেন আহসান বেপারী, শহীদ বেপারী, জাহিদ হাসান ওরফে রুকু দেওয়ান, শাহপরান ও আবু তাহের। তাদের মধ্যে আহসান বেপারী ও শহীদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“সংষর্ষকালে অর্ধশতাধিক বাড়িঘর, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যলয় ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণও ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক ও নয়টি হাতবোমা উদ্ধার করেছে।”

প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে ৭ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম, রায়হান সমর্থকদের সঙ্গে ষোলআনি গ্রামের সবুজ দেওয়ানের সমর্থকদের বিরোধ চলছিল। কয়েকমাসে তাদরে মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এলাকার লোকজন জানান, হামলা-মামলার ভয়ে শাহ আলম, রায়হান সমর্থকরা প্রায় এক মাস ধরে গ্রাম ছাড়া ছিল। শনিবার সকালে তারা এলাকায় ফিরে আসলে উত্তেজনার সৃষ্টি হয়।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, একটি পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে এবং নয়টি হাতবোমা উদ্ধার করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

বিডিনিউজ

Leave a Reply