গজারিয়ায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাহাঙ্গীর (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চর বাউশিয়া এলাকার একটি বাগানের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাই আলমগীর জানান, সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৮টার দিকে তার মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, জাহাঙ্গীরের স্ত্রী ওমান প্রবাসী। সে বাড়িতে থেকে দুইটি কন্যা সন্তানকে লালন-পালন করত। এছাড়া তার স্ত্রীর সঙ্গে জাহাঙ্গীরের পারিবারিক কলহ ছিল। এ সময় সকালে তিনি জাহাঙ্গীরের আত্মহত্যার সংবাদ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ দৈনিক অধিকারকে জানান, ময়না তদন্ত শেষে নিহতের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ সময় বিষয়টিতে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক অধিকার

Leave a Reply