‘কর দিলে ব্যবসা হালাল হয়’

সবার ঠিকমতো কর দেওয়া উচিত বলে মনে করেন মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ করদাতা মো. মজিবুর রহমান সরদার। তিনি বলেন,‘আমাদের দেওয়া করের টাকায় সরকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সেতু নির্মাণ করে। সরকারি কর্মচারীদের বেতনভাতা দেয়। ইসলামে জাকাত দেওয়ার বিধান আছে। জাকাত না দিলে ব্যবসা হালাল হয় না। আমি মনে করি, কর না দিলেও ব্যবসা হালাল হয় না।’ শুক্রবার (১৫ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান সরদার টিম্বার অ্যান্ড স মিল লিমিটেডের স্বত্বাধিকারী ও ইউএইচ ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি এবার নবম বারের মতো মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ কারদাতা নির্বাচিত হয়েছেন।

মজিবুর রহমান বলেন, ‘বেশি কর দিয়েছি বলে আমার টাকা বেশি বিষয়টি এমন নয়। অনেকে ঠিকমতো কর দেয় না। আমি মনে করি, সবার উচিত ঠিকমতো কর দেওয়া। করের এই টাকা আমরা একহাতে দিলে অন্যহাতে ফিরে আসে।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply