মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বালু বোঝাই বাল্ক হেড, নিখোঁজ তিন শ্রমিক

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চ ঘাটে ভিরে থাকা বালু বোঝাই বাল্কহেড,যাত্রীবাহী লঞ্চ কৃর্তনখোলা দুই এর ধাক্কায় মেঘনা নদীতে ডুবে গেছে। এসময় বাল্কহেডের ভিতর ঘুমিয়ে থাকা চার শ্রমিকের মধ্যে এক জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ইমাদুল, আসলাম এবং বাবুর্চি। গজারিয়া কোষ্টগার্ডোর পেডি অফিসার আব্দুস সামাদ জানান, সন্ধ্যার পর নদীতে বাল্কহেড চালানো নিষেধ থাকলেও শনিবার রাত নয়টার পর থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা আটটি বালু বোঝাই বাল্কহেড আটক করে লঞ্চ ঘাট এলাকায় নোঙর করে রাখে।

রোববার ভোর রাতে নদীতে কোয়াশা থাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে কৃর্তন খোলা দৃই লঞ্চটি এসে দুটি বাল্কহেডে ধাক্কা দেয়, এতে করে একটি বাল্কহেডের কিছুটা ক্ষতি হলেও, চারজন শ্রমিক নিয়ে ডুবে যায় নাদিয়া নামের বাল্ডহেড। পরে নিজাম সাতরিয়ে উপরে ওঠে। নিখোঁজদের উদ্বার অভিযানে পাগলা থেকে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি টিম এসে পৌঁছেছে বলে জানান পেডি অফিসার

Leave a Reply