সেরা তরুণ করদাতা নাহিদ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ জেলা ক্যাটাগরিতে সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮-১৯ কর বছরে মুন্সীগঞ্জ জেলার সর্বোচ্চ তরুণ আয়কর প্রদানকারী হওয়ায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গত বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আমন্ত্রণ কনভেনশন সেন্টারে আয়োজিত আয়কর মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সেরা করদাতা মইনুল হাসান নাহিদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ নিয়ে তিনি পর পর তৃতীয়বারের মতো সর্বোচ্চ সেরা করাদাতার সম্মান অর্জন করেছেন। এ সময় কর কমিশনার নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহানা আক্তার।

কালের কন্ঠ

Leave a Reply