মুন্সীগঞ্জে ৮টন চোরাই তার জব্দ, আটক ৪

মুন্সীগঞ্জের গজারিয়া অভিযান চালিয়ে ৮টন চোরাই তার জব্দ করেছে পুলিশ। সোমবার জামালদী এসকে সিমেন্ট কারখানায় ভিতর থেকে ৮টন চোরাই তার জব্দ করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার জামাদীর এসকে সিমেন্ট ইন্ডাস্ট্রির কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ৮টন বিদ্যুতের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। অভিযান পরিচালনা কালে কুমিল্ল¬া পল¬ী বিদ্যুত সমিতি-৩ এর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, দেলোয়ার হোসেন (৪০), রিকু ওরফে রিন্টু (৩৬), গোলাম মাওলা (৫০), হুমায়ূন (৫৫)। তাদের জিজ্ঞেসাবাদ চলছে।

এ ব্যাপার গজারিয়া থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লে¬খ ও অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন ।

জনকণ্ঠ

Leave a Reply