সিরাজদীখানে দু’টি ইটভাটা মালিককে ৬ লাখ জরিমানা

মারাত্মক পরিবেশ দূষন
নাছির উদ্দিনঃ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে। দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগ্নে ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার মোল্লাকান্তি এলাকার আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও জসিমউদ্দিনচর এলাকার মামা ভাগ্নে ব্রিকসের মালিক আব্দুল জলিলকে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া জানান, খাসমহল বালুরচর গ্রামের ওই দু’টি ইটভাটা বেশ পুরনো। ইটভাটা দু’টি মারাত্মক ভাবে পরিবেশ দূষন করে আসছিল। তাই দু’টি ইটভাটা মালিককে জরিমানা করে। এসময় আরো উপস্থিত ছিলেন,সিরাজদীখান থানার এসআই মো.সবুর খান,শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম ।

Leave a Reply