মুন্সীগঞ্জের শ্রীনগরে জাপা নেতার নিয়মবহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে দেউলভোগ এলাকার জাতীয় পার্টির নেতা আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবুল হোসেনের নির্মিত ভবনের পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দোতলা থেকে আরিফা ছিটকে নিচে পড়ে যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আরিফার বাবা দিনমজুর মো. আরিফ একমাত্র মেয়ের মৃত্যুর ঘটনায় এখন বাকরুদ্ধ।
কালের কন্ঠ
Leave a Reply