শ্রীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কাদুরগাঁও গ্রামে এঘটনা ঘটে। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ওই মাছ চাষীর প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানাযায়।

স্থানীয়রা জানায়, কাদুরগাঁও গ্রামের মো. হুমায়ুনের ছেলে জুয়েল ও একই গ্রামের স্বপন খা’র ছেলে জাহিদ ইসলাম মাছ চাষ করে আসছিল। রবিবার সকালে দেখা যায় পুকুরের সব মাছ মরে ভেসে আছে। পুকুর পারে এসময় কীটনাসকের একটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। শনিবার দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃতরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারনা করছেন তারা।

মাছ চাষী মো. জুয়েল বলেন, শনিবার ভোরের দিকে প্রথমে দেখতে পাই পুকুরের সব মাছ মরে ভেসে আছে। ২০০ শতাংশের বেশী পুকুরটিতে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছিল। পুকুরে বিষ দিয়ে ১২-১৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃতরা। তিনি আরো জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো.হেদায়তুল ইসলাম ভূঞ’র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জনকন্ঠ

Leave a Reply