সিরাজদিখানে গুজব সংক্রান্ত বিষয়ে পুলিশের মতবিনমিয় সভা অনুষ্ঠিত

নাছির উদ্দিনঃ সিরাজদিখানে সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সংক্রান্তে সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার বেলা সাড়ে ১২ টায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি প্রফেশনার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল মতিন হাওলাদার, ওসি অপারেশন রমজানুল হক, তদন্ত ওসি আজিজুল হক। থানার উপ-পরিদর্শক নাজমুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন বাবুল, জাবেদুর রহমান যোবায়েরসহ উপজেলার সংবাদকর্মী ও সকল বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


এসময় বক্তারা বলেন গুজব ছড়ানোর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বেশী মূল্যে বিক্রয় করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে।

Leave a Reply