নাছির উদ্দিন: সিরাজদিখানে সাংবাদিকদের সাথে উপজেলার আওয়ামীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী এসএম সোহরাব হোসেনের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিমতলা একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, জৈনসান ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আবুল খায়ের বেপারি, কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অসিত চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারন সম্পাদক পারভেজ চোকদ্দার পাপ্পু প্রমুখ।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের আহবায়ক কাজী নজরুল ইসলাম বাবুল, আহবায়ক সদস্য ইমতিয়াজ উদ্দিন, জাবেদুর রহমান যোবায়ের, প্রেসক্লাব সদস্য শাহ নেওয়াজ শান্ত, মো. মোক্তার হোসেন, সালাহ উদ্দিন সালমান আব্দুল্লাহ আল মাসুদ, নাছির উদ্দিনসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় এসএম সোহরাব হোসেন বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের লোক। সবচেয়ে বেশী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। দীর্ঘদিন জেলও খেটেছি। ছাত্রলীগ করেছি, নেত্রীর নির্দেশে এই উপজেলায় প্রথম যুবলীগ প্রতিষ্ঠা করেছি। আমার মাধ্যমে প্রথম এই উপজেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। আমার জীবনটা কেটেছে আওয়ামীলীগের রাজনীতি করে। পরে সাংবাদিকদের লেখার মাধ্যমে সহযোগীতা কামনা করেন।
Leave a Reply