রামপালে চোরের ছুরিকাঘাতে আহত ১

রামপালের চোরের ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্য রাতে রামপালেরর উত্তর পানাম মোল্লা বাড়িতে একদল চোর চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করলে শব্দ পেয়ে ঘরে থাকা লোকজন একজন চোরকে ধরে ফেললে চোর ছুরিকাঘাত করে মো: জহিরুল ইসলাম (৩৫) কে আহত করে।। আহত আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ে।।পরে রবিবার সকালে আটককৃত চোর হাসমত আলীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান তিন চোর চুরির উদ্দেশ্যে ঘরের দরজা শিকল ভেঙ্গে প্রবেশ করলে একজনকে ধরা হয়। বাকি দুজন পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে বাড়ির জহিরুল ইসলাম গুরতর আহত হয়।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান বলেন, আটককৃত চোরকে কোর্টে চালান করা হয়েছে।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply