পদ্মার পাড়ে ঝুঁকি নিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা

অস্থায়ী মসজিদ নির্মাণে সাহায্যের আবেদন এলাকাবাসীর, সম্ভব মতো পাশে থাকবেন জেলা প্রশাসক
পদ্মার পাড় ঘুরে এসে জসীম উদ্দীন দেওয়ান : টংগিবাড়ী উপজেলার দিঘীর পাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের একমাত্র মসজিদ,হাইয়ারপাড় আল-মদিনা জামে মসজিদ। উজানের পানি নেমে আসার কারণে,আকস্মিক নদীর পানি বৃদ্ধি পায় এবং তীব্র ¯্রােতের টানে ও এই অঞ্চলে অবৈধ উপায়ে অপরিকল্পিতভাবে পাড় ঘেঁষে বালু উত্তোলনের ফলে, শরৎয়ের শেষে,হেলে পড়ে মসজিদটি।

কয়েকশ মানুষের নামাজ আদায়ের এক মাত্র মসজিদ এইটি। আশে পাশে আর কোন মসজিদ না থাকায় হেলে পড়া মসজিদে জীবনের ঝুঁকি নিয়ে নামাজ আদায করছেন মুসল্লিরা। শুধু জীবনের ঝুঁকি নয, নামাজে দাঁড়ানোর সময় নিজে সোজা হয়ে দাঁড়াতে পারলেও, রুকু বা সেজদায় যেয়ে দেহের ভারসাম্য রাখা অনেক কষ্টের হয়ে পরে। রুকুতে গেলে যেমন কিছুটা হেলে পড়তে হয়, তে¤িœ সেজদায় গেলে মনে হয় পুরো দেহ এক্কেবারে গড়িয়ে পরবে। অর্থাৎ মসজিদটি এতোটাই পশ্চিম দিকে হেলে পড়েছে ,সেখানে আর নামাজ আদায় করার কোন সুযোগ নেই। পদ্মার ঘ্রাসে মসজিদের মেঝের অংশসহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল্। তবুও উপায়হীন এই গ্রামের মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান করে দেওয়া হয় আজান। এখনো ঈমামতি করে ঈমাম আব্দুল হাই।

নামাজের জন্য জামাত বাঁধা হলেও ,সেই সময়টায় মুসল্লীদের না হলেও ,স্বজনদের মনে বিপদের শঙ্কা সারা দেয়। সব কিছু ছাপিয়ে পাঁচ ওয়াক্তেই জামাতের ব্যবস্থা হয় প্রতিদিন। তবে সেই জামাতে মুসল্লীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। স্থানীয় মুসল্লী নুর ইসলাম হাওলাদার বলেন, অধিক সওয়াবের আশায় অনেকটা ঝুঁকি নিয়ে মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়ি। তবে আশে পাশে মসজিদ থাকলে এমন ঝুঁকি নিতেন্না বলে জানান তিনি। মুসল্লি খালেক শেখ বলেন, দিনের পর দিন, যেভাবে মসজিদটি হেলে পরছে। যে কোন সময় পুরোটা ধসে পরতে পারে পদ্মার বুকে।

মজজিদ কমিটির সভাপতি লতিফ হাওলাদার ভাবছেন, নতুন করে অন্য জায়গায় কোন রকমে একটি মসজিদ নির্মাণ করার । কিস্তু অর্থাভাবে সে পরিকল্পনা সফল হচ্ছেনা তাঁর। তিনি বলেন, দিনে কয়েকশ লোক নামাজ আদায় করে এই মসজিদে। মাত্র চার বছর আগে আধুনিক আদলে তৈরী করা এই মজজিদ ভনণটি এতো অল্প সময়ে, পদ্মার থাবায় ভেঙ্গে পরবে, ভাবতে পারেনি তারা। মুসল্লিদের কতা ভেবে পদ্মার পাড় থেকে সড়ে গিয়ে নতুন মসজিদ নির্মাণের জায়গা ঠিক হলেও, টাকার অভাবে যে কোন রকমের অবকাঠামো তৈরীর কাজে হাত দিতে পারছেনা তারা। জেলা প্রশাসক মো; মনিরুজজামন তালুকদার বলেন, নতুন করে মসজিদ নির্মাণে বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ। তবে তাঁদের পক্ষ থেকে যতোটুকু পাশে থাকা যায়, তেমনটা থাকবেল বলে জানালেন জেলা প্রশাসক।

Leave a Reply