মুন্সিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন স্থগিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ সকল উপজেলার সম্মেলন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এ তথ্য জানিয়েছেন। তিনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন।

দিপু মনি বলেন, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সম্মেলনে হওয়ার কথা ছিলো। কিন্তু স্থানীয় ভাবে কিছু প্রশ্ন উত্থাপিত হওয়ায় সেখানে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। মাননীয় সাধারণ সম্পাদক আজকেই আমাদের এ রকম নির্দেশনা দিয়েছেন। আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে স্থানীয় পর্যায়ে গিয়ে সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে বসে কথা বলে ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলো দূর করে আরও সুষ্ঠু ভাবে সেখানে যাতে সংগঠনের কার্যক্রম চলে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আ’লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সিরাজদিখান উপজেলা তৃণমূলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বিএনপি-জামায়াতসহ বিতর্কিতদের স্থান দেয়ার প্রতিবাদে এই মানববন্ধন।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন বলেন, সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিকট থেকে জানতে পেরেছেন। আগামী ৭ ডিসেম্বর সম্মেলনে তারিখ ছিল।

সর্বশেষ ২০১৪ সালের ২১ জুন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

অবজারভার

Leave a Reply