গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের রুহুল আমিনের কুয়েত প্রবাসী ছেলে রোমান মিয়ার (২৭) প্রেমিকা জোসনা বেগম(২০) স্বামীর সংসার ছেড়ে গত দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় ও জোসনার পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার লস্করদী গ্রামের দিন মজুর আব্দুল কুদ্দুস মিয়ার কন্যা জোসনা বেগমকে আড়াই বছর আগে তাঁর অমতে নারায়ণগঞ্জ থানার নবীগঞ্জ এলাকায় রিয়াজ হোসেনের সঙ্গে বিয়ে দেয় পরিবার। জোসনা গত সপ্তাহে স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে এসে পালিয়ে পাশের গ্রামের প্রেমিক রোমান মিয়ার বাড়িতে এসে অবস্থান নেয়। জোসানার মা মিনা বেগম অভিযোগ করেন, রোমানের সঙ্গে জোসনার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে রোমান ও তাঁর মা ফুঁসলিয়ে জোসনাকে প্রবাসী রোমানের সঙ্গে বিয়ে দেয়ার কথা বলে তাদের বাড়িতে নিয়ে আসে।
দুইদিন অবস্থানের পর গত শনিবার রোমানের প্রভাবশালী মামা সবুজ খান জোসনার মা ও বাবাকে চাপ প্রয়োগ করে রোমানের বাড়ি থেকে জোসনাকে নিয়ে যেতে বাধ্য করেন।
জোসনার মা জানান, ধার দেনা করে মেয়েকে বিয়ে দিয়েছি, রোমানের মা ও রোমান ফোনে ফুঁসলিয়ে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে মেয়ের সর্বনাশ করেছে। আমার মেয়ের এখন কী হবে।
জোসনা জানান, রোমানের সঙ্গে আমার চার বছরের প্রেম, রোমান প্রবাসী হওয়ার পর ফোনে রোমানের সঙ্গে আমার প্রেম টিকে আছে তাঁর বিয়ের আশ্বাসে পেয়ে আমি দুইদিন ধরে রোমোনের বাড়িতে আছি। তবে রোমানের মা বলছেন, রোমান ফোনে আমাকে জানিয়েছে, যে মেয়ে অন্যের ঘর ভেঙে এসেছে তাকে আমি বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। কিন্তু এব্যাপারে রোমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সবুজ খান হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মেয়েকে নিয়ে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেন জোসানার মা।
দঅভিযোগ বিষয়ে সবুজ খানকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে আ’লীগ নেতার ভাগিনা পরিচয় দিয়ে সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন।
অবজারভার
Leave a Reply