টঙ্গীবাড়ীতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা ডি সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটি।

বহিষ্কারের পর বিষয়টি গোপন থাকলেও মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কারের বিষয়টি প্রকাশ পায়।

এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।

এ দিকে, মঙ্গলবার বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সঙ্গে কথা বললে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়।

বিদ্যালয় পরিচালনা কমিটিসহ কর্মরত অন্য শিক্ষকেরা জানিয়েছেন, টেন্ডার ছাড়া স্কুলের ভবন বিক্রি, নবম ও ১০ম শ্রেণির রেজিস্ট্রেশনের রশিদ না কাটা, ভবন বিক্রির পাঁচ লাখ টাকা স্কুল তহবিলে জমা না দেওয়া, বই-খাতা বিক্রি এবং ট্রান্সক্রিপ্ট বিক্রি বাবদ বিপুল টাকা আত্মসাতসহ মোট ২০টি অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক আজিজুল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাময়িক বহিষ্কারের ১৫ দিনের মধ্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয়ের পরিচালনা কমিটি।

এ দিকে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম মঙ্গলবার দৈনিক অধিকারকে জানান, প্রধান শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষকদের বেতন আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব কারণে কিছুদিন পূর্বে ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক তার বিপক্ষে অবস্থান নেন। পরে সভা করে ম্যানেজিং কমিটি জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দিতে পারেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিরাজ হোসেন দৈনিক অধিকারকে জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন পূবেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীকালে ম্যানেজিং কমিটি ও শিক্ষকেরা সভা করে প্রধান শিক্ষক আজিজুল হককে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ সময় তিনি যথাযথ কারণ দর্শাতে না পারলে আজিজুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক দাবি করেন, তিনি ওই স্কুলে উপস্থিত হয়ে এখনো দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ‘আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ করেছে। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।’

বহিষ্কারের বিষয়টিতে টঙ্গীবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদা পারভীন দৈনিক অধিকারকে জানান, সম্প্রতি আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তবে দীর্ঘদিন পূর্বে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। ওই অভিযোগের ওপর ভিত্তি করে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ সময় ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে বহিষ্কার করার কোনো এখতিয়ার রাখে না বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক অধিকার

Leave a Reply