গজারিয়া উপজেলার বাউশিয়া এমএ আজহার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করায় ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক ইমন আহমেদকে অব্যাহতি এবং আইসিটি ও তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবদুল কাইয়ূম।
নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য এক ছাত্রীকে এসএসসি পরীক্ষায় ফরম পূরণের আশ্বাস দিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ইমন আহমেদের বিরুদ্ধে। পক্ষান্তরে দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গেই অনৈতিক আচরণ ও কথা বলার দায়ে শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, উল্লিখিত বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
সমকাল
Leave a Reply