গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: রোগী আছে সেবা নেই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। মাত্র ছয়জন চিকিৎসক দিয়েই চলছে পাঁচ লাখ লোকের চিকিৎসা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার মিলে ছয়টি শূন্য পদে লোকবল নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত ১০ জন চিকিৎসক দীর্ঘদিন প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন।

চলতি সপ্তাহে প্রশাসনিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চারজন চিকিৎসক বদলি ও পদোন্নতির কারণে অন্যত্র যোগদান করেছেন। বর্তমানে রয়েছেন ছয়জন চিকিৎসক। এদের একজন জিয়াউল ইসলাম পালন করছেন তিনটি পদের দায়িত্ব। ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মো. জিয়াউল ইসলাম অতিরিক্ত আরও দুটি দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের পাশপাশি জরুরি মেডিকেল অফিসার হিসাবেও কাজ করছেন।

বুধবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, তিনি আগতদের সেবা দিচ্ছেন জরুরি বিভাগে। তিনি দুঃখের সাথে জানান, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তার জরুরি বিভাগে রোগী দেখার নিয়ম নেই, কিন্তু কী করব সেবাপ্রার্থীদের তো ফিরিয়ে দেয়া যায় না।

হাসপাতাল ঘুরে দেখা গেল ডাক্তার শাহানা পারভীন ও কেএম রাকিবুল আরিফ বহিঃবিভাগে দায়িত্ব পালন করছেন। পরিছন্ন কর্মী, তৃতীয় ও চতুর্থ শ্রেণির লোকবলেও রয়েছে ঘাটতি।

প্রায় পাঁচ লাখ জনসাধারণের বসবাস উপজেলাটিতে। তাছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার জুড়ে সড়ক দুর্ঘটনায় পতিতদেরও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হয় ওই কমপ্লেক্সটিকেই।

আশির দশকে প্রতিষ্ঠিত হাসপাতালটি ১০-১১ বছর আগে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি ঘাটতির কারণে সুফল পাচ্ছে না সেবা নিতে আসা মানুষেরা। ওটি (অপারেশন থিয়েটার) চালু করা যায়নি এক যুগেও। মো. জিয়াউল ইসলাম বলেন, স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এদিকে উপজেলার আটটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দে ও চলছে চিকিৎসক সংকট। হোসেন্দী, রসুলপুর, বালুয়াকান্দি ও গুয়াগাছিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দে র চিকিৎসকরা অন্যত্র রয়েছেন প্রেষণে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমান সরকারের যে অঙ্গীকার, তৃণমূল পর্যায়ে নাগরিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া তা অধিকাংশ ক্ষেত্রে ব্যাহত হচ্ছে গজারিয়া উপজেলায়।

মোহাম্মদ জসিম উদ্দিন
যুগান্তর

Leave a Reply