মোল্লাকান্দিতে ককটেলের বিকট শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এক বছর ধরে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী সমর্থিত শতাধিক গ্রামছাড়া আওয়ামী লীগ নেতাকর্মী নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টার খবরে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার কর্মী-সমর্থকরা এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

গ্রামবাসী, বিতাড়িত আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, রাত হলেই মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর, মহেশপুর, পূর্ব মাকহাটী, মধ্য মাকহাটী, মুন্সীকান্দি, বেহেরকান্দিসহ বিভিন্ন গ্রামে একের পর এক ককটেল বিস্ম্ফোরণের ঘটনা ঘটছে। বর্তমান ইউপি চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা বিস্ম্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তারা। আর বিস্ম্ফোরিত ককটেলের বিকট শব্দে ঘুম ভাঙে নিরীহ গ্রামবাসীর। এতে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে ২০১৮ সালের ৩ জানুয়ারি মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় অসংখ্য ককটেল বিস্ম্ফোরণে প্রায় ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। এ ঘটনার পর থেকেই ওই এলাকার পাঁচটি গ্রামের দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী গ্রাম থেকে বিতাড়িত হন।

ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার জানান, মোল্লাকান্দি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতাসহ দেড় শতাধিক নেতাকর্মী নিজ নিজ বাড়িতে থাকতে না পেরে অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছেন, তাদের বিরোধ মীমাংসার লক্ষ্যে দু’পক্ষের ১০ জনকে নিয়ে কমিটি গঠন করলেও তা কাগজে-কলমেই সীমাবদ্ধ। সম্প্রতি চরডুমুরিয়া বাজারে পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পুলিশ আইনশৃঙ্খলা সভা করলেও কয়েকদিন যেতে না যেতেই উল্টো অবনতি হয়ে পড়ছে পরিস্থিতি। এতে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী অভিযোগ করে জানান, ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক মহেশপুরের সন্ত্রাসী জাহাঙ্গীর সরকার, মুন্সীকান্দির স্বপন দেওয়ান ও পূর্ব মাকহাটীর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিল্টন মল্লিকসহ একাধিক সন্ত্রাসী বাহিনী তার সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রামছাড়া করে আধিপত্য বিস্তার করেছে।

আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা অভিযোগ অস্বীকার করে বলেন, সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর লোকজন ১৬ ডিসেম্বর রাতে তার এক সমর্থকে মারধর করেছে। সে এখন পঙ্গু হাসপাতালে ভর্তি। তার কর্মী-সমর্থকরা নিশ্চুপ থাকায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সদর থানার ওসি (প্রশাসন) আনিচুর রহমান বলেন, শুনেছি, দু’পক্ষের নেতাকর্মীরা আধিপত্য নিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছে। রাত হলে ককটেল বিস্ম্ফোরণের শব্দ পাওয়া গেলেও স্থান শনাক্ত করা সম্ভব হয় না।

সমকাল

Leave a Reply