লৌহজং থানার নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের বারান্দার ছাদ ধসে শ্রমিক হতাহতের পর সংশ্নিষ্ট ঠিকাদারের নানা অনিয়মের চিত্র প্রকাশ্যে চলে আসে। এরপর ওই ভবনের পাশেই ফায়ার সার্ভিস ভবন ও ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের হাসাঁড়ায় হাইওয়ে পুলিশের ভবন নির্মাণকাজ নিয়ে নানা অনিয়ম-অবহেলার তথ্য উঠে এসেছে। উপজেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ এবং মুন্সীগঞ্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলী-কর্মকর্তারা এসব চিত্র তুলে ধরেছেন।
গত বুধবার লৌহজং থানা ভবনের বারান্দার ছাদ ধসে এক শ্রমিক নিহত ও চারজন আহত হওয়ার পরদিন রুজু করা মামলায় ঠিকাদার গোলাম সারোয়ার কবীরকে প্রধান করে সাব-ঠিকাদার মো. রবিন ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করার পর লৌহজং উপজেলায় দুটি ও শ্রীনগরে একটি ভবন নির্মাণকাজে অবহেলা-অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে। এর জন্য শুধু ঠিকাদার প্রতিষ্ঠান নয়, সংশ্নিষ্ট কর্তৃপক্ষের প্রকৌশলীরাও সঠিকভাবে কাজের তদারক করেননি প্রতীয়মান হয়েছে বলে জানান লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন।
গণপূর্ত বিভাগের সংশ্নিষ্টদের দাবি, দ্বিতীয় দফা সময় বৃদ্ধি করা হয়েছিল, সেই সময়ও পেরিয়ে গেছে। কচ্ছপগতিতে নির্মাণকাজ চলমান রাখায় এখনও অসম্পূর্ণ রয়েছে। তবে ঠিকাদার রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেওয়ার কারণে ভয়ে চাপ দিয়ে কাজ আদায় করতে পারেননি সংশ্নিষ্ট প্রকৌশলীরা। যদিও রাজনৈতিক প্রভাবের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন ঠিকাদার ও আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহসম্পাদক গোলাম সারোয়ার কবীর। তিনি বলেন, ঠিকাদার অনিয়ম করলে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা কী করেছেন? তারা সরকারি টাকায় বেতন নিয়ে কতটুকু দায়িত্ব পালন করেছেন? জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অবহেলা ও গাফিলতির সঙ্গে কে বা কারা জড়িত এমন একাধিক বিষয়ও উঠে আসবে বলে মনে করেন তিনি।
মুন্সীগঞ্জ গণপূর্ত বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ভবন নির্মাণ কার্যাদেশের শর্তাবলি ভঙ্গ করে সরকারি টাকা ক্ষতিসাধন করায় গত ১০ ডিসেম্বর দিনপ্রতি মোটা অঙ্কের টাকা জরিমানা করে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। এছাড়া শ্রীনগরের হাসাঁড়ায় হাইওয়ে পুলিশের ভবন নির্মাণকাজ নিয়েও টালবাহানা করায় ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে পৃথক চিঠি দেওয়া হয়েছে গোলাম কবীরকে।
কর্মকর্তারা আরও জানান, এস ই অ্যান্ড খান ড্রেবি (ক্লোজ) নামে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক গোলাম কবীর মূল ঠিকাদার হলেও কাজ চালাচ্ছেন সাব-ঠিকাদার মো. রবিন। গত বুধবার লৌহজং থানা ভবনের সামনে বারান্দার ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল, এর পিলারগুলো নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মজবুত হয়নি। তাই ধসে পড়েছে।
গণপূর্তের উচ্চমান সহকারী গোলাম মুক্তাদীর খান জানান, দু’দফা মেয়াদ শেষের পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি।
সংশ্নিষ্ট কর্মকর্তারা আরও জানান, ঠিকাদার গোলাম কবীর লৌহজং থানা ভবন ছাড়াও ফায়ার সার্ভিসের নতুন ভবন নির্মাণকাজের ঠিকাদার। ফায়ার সার্ভিস ভবন নির্মাণকাজেও অনিয়ম ও অবহেলা হচ্ছে। কাজের সময়সীমা শেষ হয়ে গেছে অনেক আগেই। এখনও প্রায় ৫০ ভাগ কাজ অসম্পূর্ণ।
লৌহজং থানার ওসি জানিয়েছেন, থানা ভবনের মূল ঠিকাদার গোলাম সারোয়ার কবীর কখনও নির্মাণকাজ দেখার জন্য আসেননি। একইভাবে গণপূর্ত বিভাগের সংশ্নিষ্ট কর্মকর্তারাও সঠিকভাবে কাজের তদারক করছে না বলে প্রতীয়মান হয়েছে। তাই নির্মাণকাজ দেখাশোনায় থানার এসআই রকিবুল হোসেনকে দায়িত্ব দেওয়া হলে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার, অবহেলাসহ নানা অনিয়মে ভবন নির্মাণের চিত্র প্রত্যক্ষ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লৌহজং থানার ওসির অগ্রগতি প্রতিবেদন ও জিডির বিষয়টি অবগত হলেও মুন্সীগঞ্জ গণপূর্ত বিভাগের সংশ্নিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় গত বুধবার ঘটে যায় দুর্ঘটনা।
ফায়ার সার্ভিস ভবন নির্মাণ প্রসঙ্গে ঠিকাদার গোলাম সারোয়ার কবীর বলেন, ২০২০ সালের ৩০ মার্চ পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে। এ সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেই ভবন হস্তান্তর করা হবে। তিনি বলেন, ৩টি ভবন নির্মাণকাজের সৃষ্ট সমস্যা নিয়ে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চিঠি চালাচালি অব্যাহত রয়েছে।
সমকাল
Leave a Reply