গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মঞ্জু সরকারের ছেলে মিশুকচালক মান্না মিয়াকে অপহরণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি হিমু। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হিমুকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আমলি আদালত-৫ হাজির করলে হিমু দায় স্বীকার করে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক বিল্লাল হোসেন।
গজারিয়ার সোনালী মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে গত ৮ ডিসেম্বর রাতে মান্নার মিশুক রিজার্ভ করে একই এলাকার হিমু ও রাব্বি নামে দুই যুবক। মান্না রাতে বাড়ি ফিরে না আসায় তার মা পরদিন গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। অপহরণের ছয় দিন পর ১৩ ডিসেম্বর সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার নাজিরচর গ্রামের একটি পুকুরের কচুরিপানায় ঢাকা মান্নার বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে ওই দিনই হিমু, রাব্বিসহ তিন সহযোগীর নাম উল্লেখ ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন মান্নার মা খাদিজা বেগম। মামলা সূত্রে জানা যায়, গলা, বাম বুক, শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতসহ পেট কাটা ও দুই পায়ের পেছনের রগ কাটা এবং বাম পায়ের গোড়ালির পরের অংশ ও ডান পায়ের দুটো আঙুলবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতের বরাত দিয়ে জানান, মিশুক ছিনতাই ও রাব্বির সঙ্গে পূর্ববিরোধের জেরে সহযোগীদের নিয়ে মান্নাকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার হিমু। হিমু ও রাব্বির নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় রয়েছে ওই এলাকায়। মান্না অপহরণ ও হত্যা মামলা ছাড়াও হিমুর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলার খোঁজ পাওয়া গেছে।
সমকাল
Leave a Reply