গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কারসহ টাকা লুট

গজারিয়া থানার মধ্য ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার দুই বাড়ি থেকে গত বুধবার রাতে প্রায় বিশ ভরি স্বণালঙ্কার, দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে ডাকাত সদস্যরা।

জানা যায়, বুধবার মধ্যরাতে টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের জিএম মোস্তফার বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ড্রয়ারে রক্ষিত স্বর্ণালঙ্কারসহ নগদ দুই লক্ষাধিক টাকা লুটে নেয়। এ বিষয়ে জিএম মোস্তফা গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। একই রাতে বালুয়াকান্দি এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার, দুই হাজার টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয় ডাকাতরা।

গজারিয়া থানার এএসআই ফারুক আলম ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তবে বালুয়াকান্দির ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান।

সমকাল

Leave a Reply