চিত্রশিল্পী তৃষা স্মরণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে চিত্রশিল্পী তৃষা স্মরণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় তৃষা স্মৃতি পরিষদের উদ্যোগে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় তৃষা স্মৃতি পরিষদের সভাপতি চিত্রশিল্পী আবুল খায়েরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আ: রহমান নইম,সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কবি এম. এ রশিদ, সংগঠক মো: মনিরুজ্জামান শরীফ, চিত্রশিল্পী আবু তাহের, প্রভাষক কাজী মো: আশরাফ হোসন, ড. মো: রেজাউল করিম, সংগঠক মো: জোনায়েদ হোসেন, মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: গোলাম রহমান, অভিনেতা কানন ইয়াসীন, লেখক মাহবুব আলম জয়, মো: মিলন ও সজল সূত্রধর প্রমুখ।
এর আগে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শতাধিক ক্ষুদে শিক্ষার্থী। এতে ৪ টি ক্যাটাগড়িতে মোট ১৩ জনকে পুরস্কৃত করা হয়। চিত্রশিল্পী আবুল খায়ের জানান, তার মেয়ের স্মৃতি ধরে রাখার জন্য এ প্রথমবার এই আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বছরই থাকবে এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply