বিক্রমপুর আদর্শ কিন্ডার গার্টেন অ্যাসোশিয়েশনের বৃত্তি পরীক্ষা

মুন্সীগঞ্জ ২৪ ডট কম নিউজ : মুন্সীগঞ্জ সদর উপজেলার, আর এম মডেল স্কুল, ওসমান গনি মডেল স্কুল, আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল এবং চাইন্ড হেভেন কিন্ডার গার্টেন এই চারটি বিদ্যালয়ের ছয়টি ক্লাসের ২৩৪ জন শিক্ষার্থীদের নিয়ে বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। রবি ও সোমবার দুদিন চলবে এই বৃত্তি পরীক্ষা। অ্যাসোসিয়েশন সভাপতি মো : ওসমান গনি বেপারী জানান, শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন।


সাধারণ সম্পাদক, রাজু আহামেদ বলেন, শিশু শ্রেনী থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত মোট সাতটি ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করতে পেরে তারা খুশি। শুধু প্রতিযোগিতা মাথায় রেখেই এমন আয়োজন নয়। ছোট্ট মনিরা নতুন একটা পরিবেশে নিজেদের তৈরী করে নিবে, সেই বিষয়টিও তাদের মাথায় রয়েছে। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো; মিজানুর রহমান, সহ সভাপতি অরুন কুমার সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক বিক্রম সূত্র ধর, কোষাধক্ষ্য রিপন কুমার সাহা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল জুবাইর উপন্থিত ছিলেন। পরীক্ষা পরিদর্শন করেন বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহামেদ, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান শরীফ, মো: মামুন মিয়া।

Leave a Reply