২৬ বছরেও সচল হয়নি মুন্সীগঞ্জ পৌর শিশুপার্ক

লাবলু মোল্লা: পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বিধৌত প্রাচীন সভ্যতার জনপদ মুন্সীগঞ্জ। এ জেলা ঘিরে সরকারি-বেসরকারিভাবে শুরু হয়েছে নানা উন্নয়ন কর্মকাণ্ড। কিন্তু জেলা শহরে শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য নেই কোন বিনোদনের ব্যবস্থা। শিশু পার্কের জন্য নিজস্ব জমি ও সাইনবোর্ড থাকলেও নেই বিনোদনের ব্যবস্থা। শিশুপার্কটি দীর্ঘ ২৬ বছরেও সচল হয়নি।

মেয়র আসে-মেয়র যায়, কিন্তু পৌর নাগরিকদের স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি আজও। এর ফলে বিনোদন থেকে জেলার শিশুরা বঞ্চিত হচ্ছে। মুন্সীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র হাজী ফয়সল বিপ্লব জানান, ‘শেখ রাসেল পৌর শিশুপার্ক’ নামে দেড় একর (১৫০ শতাংশ) জমির ওপর এই পার্কটি নতুন করে সচল করার চেষ্ঠা চলছে।

জানা গেছে, ১৯৯০ সালে মুন্সীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। এরপর ১৯৯২ সালে শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কের পশ্চিমপাশে শিশুপার্কটির নির্মাণ কাজ শুরু হয়। এ রজন্য বরাদ্দ হয় ৮৮ লাখ টাকা। শিশুপার্ক নির্মাণের সময়সীমা ছিলো ৬ মাস। কিন্তু কাজটি সম্পন্ন হয়নি। এর পরের বছর ১৯৯৩ সালে ৪ জানুয়ারি তৎকালীন এলজিআরডি উপমন্ত্রী আব্দুল হাই পার্কটির উদ্বোধন করেন।

এরপর কয়েক বছরের মধ্যেই শিশুদের খেলার সামগ্রী রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় এবং শিশুদের খেলার সামগ্রী পার্কেটিতে যা ছিলো তা বর্তমানে আর নেই। এরপর ২০০৬ সালে তৎকালীন পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান পার্কটি সচল করার জন্য ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি করেন। নির্মাণ কার্যক্রমও উদ্বোধন করা হয়। কিন্তু কোন অগ্রগতি হয়নি, পার্কটি সচলও হয়নি। পার্কটি বাস্তবে রূপ দেয়ার জন্য মুন্সীগঞ্জ পৌরসভা ইতোমধ্যে ২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। ডিজাইনসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে শিশুপার্ক নির্মাণে জন্য এই টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে। বরাদ্দ পেলেই মুন্সীগঞ্জ পৌর নাগরিকদের এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা জানিয়েছেন, পার্কের জায়গা আছে। কিন্তু পার্কটি হচ্ছে না, এটা দুঃখজনক। অচিরেই তারা একটি শিশুপার্ক দেখতে চান।

মুন্সীগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নার্গিস আক্তার বলেন, শিশুদের বিনোদনের জন্য একটি শিশুপার্ক খুবই প্রয়োজন। বিগত সময়ে অনেক উন্নয়ন কার্যক্রম হয়েছে। বর্তমান মেয়র সে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। আশা রাখি বর্তমান মেয়রের আমলেই শিশুপার্কটি বাস্তবে রূপ নেবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক হামিদা খাতুন বলেন, মেয়র অনেকবার বলেছেন- হয়ে যাবে। কিন্তু শিশুপার্কটি হচ্ছেনা। এটা আমাদের মুন্সীগঞ্জ জেলার জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র এগিয়ে এসে পৌর শিশুপার্কটি বাস্তবে রূপ দিক বলেও তিনি দাবি জানান।

মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল বলেন, বিভিন্ন সময়ে পৌরসভার মেয়রগণ নজর না রাখাতে শিশুপার্কটি নির্মাণ করা যায়নি। শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য শিশুপার্কটি সচল করা উচিত বলে মনে করেন তিনি। মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব জানান, জনগণের প্রত্যাশা পূরণের জন্য বর্তমানে মুন্সীগঞ্জের পৌর শিশুপার্কটির নির্মাণ বাকি রয়েছে। শিশুপার্ক নির্মাণের জন্য ডিজাইনসহ সিভিলের সব কাজ শেষ হয়েছে। বরাদ্দ পেলেই শিশুপার্কটি নির্মাণ করা সম্ভব হবে।

বিডি-প্রতিদিন

Leave a Reply