মুজিববর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম
লাভলু মোল্লা: মুজিববর্ষ শুরু হতে যাচ্ছে। এই মুজিববর্ষে মুন্সীগঞ্জে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিববর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। সরাদেশেই এব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে এসব কথা বলেন। এ সময় তিনি অআারো বলেন মাদকের সাথে কোন আপোষ নয়, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদকসহ সব ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। এ ছাড়া জেলার বিভিন্ন চ্যালেজ্ঞ, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, সহকারী পুলিশ সুপার রায়হান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারন সম্পাদক মামুনুর রশীদ খোকা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, কাজী দিপু, রাসেল মাহামুদ, সাবেক সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সিনিয়র সাংবাদিক এড,লাবলু মোল্লা, জেলার টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এড, সুজন হায়দার জনি, সাধারন সম্পাদক এড, সেতু ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ৭১টিভির জসিম উদ্দিন দেওয়ান, একুশে টিভির সাইফুর রহমান টিটু, কোষাধ্যক্ষ এনটিভির মাইনুদ্দিন সুমন, মোহনা টিভির সূজন পাাইক, মাই টিভির মুক্তার হোসেন, এশিয়া টিভির কে এন ইসলাম বাবুল, সিনিয়র সাংবাদিক মাসুদ রানা, মো: জাফর আহম্মদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত জেলার গনমাধ্যমকর্মীরা।

সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মাদকসহ যে কোন অপরাধ,সন্ত্রাস,অবৈধ অস্ত্র উদ্ধার, জেলার সার্বিক আইনসৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন পিপি আব্দুল মতিন,স্পেশ্যাল পিপি লাবলু মোাল্লা ও এপিপি সাামসুন্নাহার শিল্পি।

ফেবু থেকে

Leave a Reply