সিরাজদিখানে কৃষকের জমির ফসল কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সিরাজদিখান উপজেলায় এক কৃষকের ৫৬ শতাংশ জমির বিভিন্ন ফলনসহ লাউ, ডাঁটা, করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আলী ইসলাম বলেন, সোমবার সকালে লাউ, ডাটা, করলা গাছে পানি দিতে গিয়ে দেখি আমার ৫৬ শতাংশ জমির লাউ, ডাঁটা, করলা গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। এলাকার মাতব্বর নজরুল বেপারি জানান, প্রায় প্রতিটি গাছে লাউ ধরেছে। ধারদেনা করে রোপণ করা লাউ, ডাঁটা, করলা গাছগুলো কেটে ফেলায় তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

আলী ইসলাম বলেন, আমি গত রোববার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ছিলাম না। আমার ছেলের কাবিন করার জন্য শ্রীনগর থানায় রোজদি গ্রামে গিয়ে ছিলাম। আমি তাই জমি দেখতে যেতে পারিনি। এই সুযোগে দুর্বৃত্তরা আমার দেড় লাখ টাকার ক্ষতি করে গেছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। পুলিশ ও এলাকাবাসী রমজান বাবুর্চি, শেখ মান্নান, স্বপন ঘোষ জানান, সিরাজদিখান উপজেলার পশ্চিম রশুনিয়া আলী ইসলাম এক বছর আগে ৬ বছরের জন্য বার্ষিক ১৮ হাজার টাকায় ৫৬ শতাংশ জমি চুক্তি নিয়ে লাউ, ডাঁটা, করলা চাষ করেন। সোমবার সকালে গাছ কেটে ফেরার কথা লোকমুখে খবর পেয়ে জমিতে গিয়ে লাউ, ডাঁটা, করলা গাছ কাটা অবস্থায় দেখতে পান আলী ইসলাম।

যুগান্তর

Leave a Reply