মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিলসহ শ্যামল সরকার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার রান্ধুনীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শ্যামল টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের আবেদ আলী সরকারের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে উপজেলার রান্ধনীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হলে মাদকসহ তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৩৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মুঠোফোন এবং নগদ তিন হাজার ৪০০ টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ী শ্যামল দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেলে ফেনসিডিল বহন করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। আটককৃতের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দৈনিক অধিকার
Leave a Reply