নাছির উদ্দিন: সিরাজদিখানে ইয়াবাসহ রুহুল আমীন (৩৫), মো. সোহেল (৩২) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে । উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে রুহুল আমীর ও একই গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে মো. সোহেল। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিরাজদিখান শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান আক্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮ টায় কুচিয়ামোড়া কলেজ গেটে তাদের দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীদ্বয়কে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply