আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকূল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন কমিশনার সুরাইয়া আশরাফী এই মনোনয়ন বাতিল করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কলেজ শাখায় ৩ টি মনোনয়ন জমা পরে। এর মধ্যে মোঃ কাশেম বেপারীর সমর্থনকারীর ভোটার নম্বর সঠিক না হওয়ায় তার মনোনয়ন বাতিল বলে গন্য হয়। অপরদিকে স্কুল শাখায় ১১ টি মনোনয়ন জমা পরে। এর মধ্যে গোবিন্দ্র চন্দ্র বর্মনের নিজের ভোটার নম্বর ভুল থাকায় তার মনোনয়ন বাতিল হয়। তবে তারা মনোনয়ন বৈধতার জন্য ২ দিনের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।
Leave a Reply