লৌহজংয়ে ত্যাগী আ’লীগ নেতাকর্মীদের সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

লৌহজংয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের সংবর্ধনার উদ্যোগ নিয়েছে লৌহজং উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এ উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান জুয়েল এক লিখিত বক্তব্যে জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ’৯৫ সাল পর্যন্ত দুঃসময়ে দলের হয়ে কাজ করতে গিয়ে বহু ত্যাগ শিকার করেছে স্থানীয় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। দলের জন্য ত্যাগী এসব নেতাকর্মীকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এদের মধ্যে জীবিত নেতাকর্মীদের ৩১ জানুয়ারি ও মৃতদের ২৬ মার্চ মরণোত্তর সংবর্ধনা দেয়া হবে। তিন ধাপের এ আয়োজনে ৩ শতাধিক নেতাকর্মী এ সংবর্ধনা পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ আলম মোড়লের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক আবু নাছের রতন, তুহিন বেপারী, সালা উদ্দিন মাদবর, তৌফিক বুলেট, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য নিজামউদ্দিন জুয়েল, শাহরিয়ার শহীদ, শ্যামল মোড়ল, শামীম হাওলাদার, মোহন বাবু, সাগর মেম্বার, শাহ কামাল প্রমুখ।

এদিকে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার খড়িয়া মুক্তি সংঘের মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খড়িয়া মুক্তি সংঘের সভাপতি মো. ফেরদৌস আলম খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্পাদক সাইদুর রহমান খোকন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান, আবুল খায়ের জুন্নু মেম্বার, নাসির বেপারী, আনোয়ার হোসেন জনি, ইলিয়াছ শেখ, মিজান হাওলাদার, আশরাফ উকিল, সিরাজ হাওলাদার, রুবিন ঢালী প্রমুখ।

যুগান্তর

Leave a Reply