বন্দর থেকে অপহৃত ছাত্রী মুন্সীগঞ্জে উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় আবদুল হাকিম নামে এক যুবককে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বন্দর থানার কাইতাখালী এলাকার বাসিন্দা ও নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রী গত ১৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে আব্দুল হাকিম তাকে অপহরণ করে। এ ব্যাপারে অপহৃত া স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সমকাল

Leave a Reply