বসলো পদ্মা সেতুর ২২তম স্প্যান, দেখা যাচ্ছে ৩৩শ মিটার

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পাঁচ ও ছয় নম্বর পিলার দুটোর ওপর বসেছে পদ্মা সেতুর ২২ তম স্প্যান। আর এর ফলে দৃশ্যমান হলো সেতুর তিন হাজার তিনশ মিটার।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে কুমার ভোগের কনষ্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ছয়শ মেট্রিক টন ধারণ ক্ষমতার তিয়ানই ভাসমান ক্রেনে চড়ে স্প্যানটি পিলার দুটোর কাছে পৌঁছালে, নানা অানুসাঙ্গিকতা সেরে সোয়া দুই ঘন্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে চূড়ান্তভাবে বসে স্প্যানটি। সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে স্থাপন করা হলো ২২ টি স্প্যান। এই মাসের শেষ দিন শরিয়তপুরের জাজিরায় বসার সম্ভবনা রয়েছে আরেকটি স্প্যান। ৪২ টি পিলারের ওপর ভর করে ৬.১৬ কিলোমিটারের পদ্মা সেতুতে বসবে ৪১টি স্প্যান। ইতোমধ্য ৩৬ টি পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এপ্রিল মাসের মধ্যে বাকি ছয়টি পিলারের কাজ শেষ হবার কথা রয়েছে। ২০২১ সালের জুন মাসেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবার কথা রয়েছে

Leave a Reply