সিরাজদিখানে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” শ্লোগান নিয়ে
নাছির উদ্দিন: ”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় থানা আঙিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানার (ওসি) অপারেশন কাজী রমজানুল হকের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম। আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সহকারী পুলিশ সুপার শিক্ষানুবিশ মো. দেলোয়ার হোসেন, ওসি তদন্ত মো. আজিজুল হক হাওলাদার। অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, লতব্দী ইউপি চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেন, জৈনসার ইউপি চেয়রাম্যান রফিকুল ইসলাম দুদু,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটি পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply