বিএনপি নেতার বাড়িতে মাহী বি চৌধুরীর ভূরিভোজ

সিরাজদীখানে বিএনপি নেতার বাড়িতে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরীর ভূরিভোজকে কেন্দ্র করে থানা আওয়ামী লীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার বালুচর ইউনিয়নে এক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি চৌধুরী প্রধান অতিথি ছিলেন। দুপুরে মাহী বি চৌধুরী সিরাজদীখান থানা বিএনপির যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী আকবরের বাড়িতে ভূরিভোজে অংশ নেন।

বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান মুন্সী বলেন, ওই অনুষ্ঠানে দাওয়াত কার্ডে আমার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও দেয়নি।

সিরাজদীখান থানা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা বলেন, আলী আকবর সিরাজদীখান থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক। মাহী বি চৌধুরীর এপিএস আসাদুজ্জামান বাচ্চু বলেন, আলী আকবর ওই প্রতিষ্ঠানের দাতা সদস্য। সেই হিসেবে দুপুরে খাওয়া-দাওয়া করেছেন।

সমকাল

Leave a Reply