মুন্সীগঞ্জ ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু : আটক তিন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে অটো চালক মোঃ সুরুজ মিয়া(৭৫) নিহত হয়েছে। শনিবার গভীর রাত ১ টার দিকে উপজেলার সর্দারপাড়া পূয়াপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ব্যপারে মুন্সীগঞ্জ (সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার) খন্দকার আসফাকুজ্জামান জানান, এ ঘটনায় মারুফ, রাকিব ও জহিরুল নামের তিনজনকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়রা আহত চালকে রক্তাক্ত অবস্থায় দেখে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সুরুজের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠান এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় তিনি। এই ঘটনায় থানায় মামলা রুজু হচ্ছে বলে জানান ওসি।

Leave a Reply