মুন্সীগঞ্জ সদরে দেরিতে প্রশ্নপত্র পেল এসএসসি পরীক্ষার্থীরা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে ১০-৩০ মিনিট পর্যন্ত দেরিতে প্রশ্ন দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। তবে কতগুলো কেন্দ্রে এভাবে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা নির্দিষ্ট করে বলতে পারেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছে, রুটিনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবার কথা দুপুর ১টায়। কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন দিয়েছেন ২০ মিনিট দেরিতে। বাড়তি সময় দেওয়া হয়েছে। কিন্তু প্রথম পরীক্ষার দিন দেরিতে প্রশ্ন দেওয়ায় পরীক্ষার্থীদের ভয় ও অভিভাবকরা আতংকিত দেখা গেছে।

জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানান, ২-১টি কেন্দ্রে কয়েক মিনিট দেরিতে প্রশ্নপত্র পেয়েছে পরীক্ষার্থীরা। এর জন্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে। প্রশ্ন সরবরাহ কার্যক্রমে কিছুটা দেরি হওয়ায় এমন হয়েছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ

Leave a Reply