মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার মালখানগর গ্রামের মৃত মঞ্জু শেখের ছেলে সোহাগ শেখ (২৮), তার স্ত্রী নোভা (২২) এবং রহমান মো. বাবু (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালখানগর গ্রামে রহমানের সহযোগিতায় সোহাগ ও তার স্ত্রী নোভা মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক কারবারি সোহাগের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক মামলার রয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সোহাগ একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ ও তার স্ত্রী নোভা এবং তাদের সহযোগী রহমানকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক অধিকার
Leave a Reply