মুন্সীগঞ্জে তামিম ইকবাল

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জে তামিম ইকবাল, ডিসি কাপ T20 ক্রিকেট টুর্নেমেন্টের উদ্বোধন মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা প্রশাসক T20 ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেছেন, দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা ষ্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী দিনে টুর্নামেন্টের বাইরে লাল ও সবুজ দল নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। টসে জিতে প্রথমে লাল দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১২৫ রান সংগ্রহ করেন। আরাফাত সর্বোচ্চ ৬০ রান করেন। জবাবে ১২৬ রানের টার্গেট নিয়ে সবুজ দল চার উইকেট হাতে রেখে লক্ষে পৌঁছায়। ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

 

Leave a Reply