ডিবির অভিযানে অস্ত্রসহ ধরা খেল ক্রেতা-বিক্রেতা

অস্ত্র কেনা-বেচার গোপন খবরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই দিনে জেলার বন্দর থানা এলাকা ও মুন্সীগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার দুলালের ছেলে হোসেন (২৭) ও মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইয়ার হোসেন পায়েল (৩২)।

জেলা ডিবি পুলিশের এসআই সফিউদ্দিন দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে প্রথমে জেলার বন্দর থানা এলাকা থেকে অস্ত্রসহ হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি সে মুন্সীগঞ্জ জেলার পায়েলের কাছ থেকে ক্রয় করেছে। একপর্যায়ে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে পায়েলকেও আটক করা হয়।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক অধিকার

Leave a Reply