শ্রীনগর: কেবিসি ইটভাটায় বাড়ছে শিশু শ্রমিক

শিশু শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে খুবই কম
কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন ইটভাটায় শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অল্প মজুরিতে শিশু শ্রমিকদের কয়েক বছর ধরেই ইটভাটায় কাজ করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হলেও উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন ইটভাটায় সেই আইন অমান্য করা হচ্ছে।

শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত উত্তর বালাশুর গ্রামে স্থাপিত তার কেবিসি নামের ইটভাটায় বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের পারিশ্রমিক কম দিয়ে কাজ করাচ্ছে। এমনকি শ্রমিকদের মধ্যে দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জ জোর শিম্পুরহাটি গ্রামের সিদ্দিক মিয়ার ১২ বছরের ছেলে সন্তান শিশু শ্রমিক ফাহিম জানায়, সারাদিন ইটভাটায় কাজ করার পর দিন শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয় ১০০ টাকা। একই এলাকার আছমত আলীর ছেলে সবজল (১০) কেবিসি ইটভাটায় কাজ করছে। সে জানিয়েছে, গত এক বছর ধরে ইট ওঠানো নামানোর কাজ করছে সে। ৮ বছরের শিশু শ্রমিক সেলিনা আক্তার, ১৩ বছরের সৈকত, ১২ বছরের আহাম্মদ, ১৪ বছরের খায়রুন নাহার, ১০ বছর বয়সী ইয়ার হোসেনও একই ইটভাটায় শিশু শ্রমিক হয়ে কাজ করছে। এলাকার বিভিন্ন পেশার মানুষ জানায়, ইটভাটার মালিক একদিকে সরকারি আইন অমান্য করছে, অপরদিকে শিশু শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে খুবই কম। অথচ বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের ঘোষণা দিয়েছে এবং ২০২৫ সালের মধ্যে চূড়ান্তভাবে শিশুশ্রম কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে ইউপি চেয়ারম্যানের ইটভাটায় শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলিই দেখানো হচ্ছে বলে মনে করছে স্থানীয় সচেতন সমাজ।

জানতে চাইলে ভাগ্যকূল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন সাহাদাত জানিয়েছেন, তার ইটভাটায় কোনো শিশু শ্রমিক নেই। যারা আছে, তারা ইটভাটায় কাজ করার শ্রমিকদের সন্তান।

এ প্রসঙ্গে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, আইনে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই শিশুশ্রমের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন তিনি।

সমকাল

Leave a Reply