তানজিল হাসান: দেশে ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসের (এনকভ-১৯) প্রাদুর্ভাবে আটকে পড়া চীনা কর্মীরা শিগগিরই কাজে না ফিরলে পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে নেতিবাচক পড়ার আশঙ্কা রয়েছে। প্রকল্পটির মূল সেতু নির্মাণে নিয়োজিত ৭১৩ চীনা কর্মীর ৩৩২ জন চৈনিক নববর্ষ পালনের জন্য দেশে গিয়ে করোনাভাইরাসের প্রভাবে আটকা পড়েছেন।
ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। প্রতিষ্ঠানটির মূল কার্যালয় চীনের উহানে হওয়ায় কর্মচারীরা উহানের আশেপাশের এলাকারই বাসিন্দা। ছুটি কাটাতে দেশে যাওয়া চীনা কর্মীদের ৩৩২ জন এখনও কাজে ফিরতে পারেননি। আগামী ১০-১৫ দিনের মধ্যে তারা না ফিরলে পদ্মা সেতুর কাজের গতি কমে যাবে।
আব্দুল কাদের আরও বলেন, ওই ৩৩২ জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তাদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি। বাংলাদেশে থাকা চীনা কর্মীরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তবে, চীনের বর্তমান পরিস্থিতিতে তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। আবার বাংলাদেশে ফিরে এসে কাজ শুরু করলেও তারা স্বজনদের উদ্বিগ্ন থাকবেন সেটাও স্বাভাবিক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনারাও বিকল্প উপায় খুঁজছে যেন পদ্মা সেতুর কাজের গতি কমে না যায়। যেমন- স্থানীয়দের বেশি করে কাজে যুক্ত করা বা অন্য দেশ থেকে কর্মী এনে কাজ করা যায় কি না তাও তাদের মাথায় রয়েছে।
এদিকে, সবকিছু ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে পদ্মা সেতুর ২৫তম স্প্যান। ৫-ই আইডি নম্বরের স্প্যান পিয়ার-২৯ এবং ৩০ এর ওপর স্থাপন করা হবে।
গত ১১ ফেব্রুয়ারি শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসেছিল পদ্মা সেতুর ২৪তম স্প্যান। ২৪তম স্প্যান বসানোর পর সেতুর তিন হাজার ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
ঢাকা ট্রিবিউন
Leave a Reply